লাঞ্ছিত হলেন ভিপি নুর
ই- বার্তা ডেস্ক।। বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সভাপতি নুরুল হক নুর।
এ ঘটনায় তিনি হলটির প্রাধ্যক্ষ বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
এতে বলা হয়, মঙ্গলবার দুপুরে বিজয় একাত্তরের গণরুমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গেলে মে-৩০০২ ক রুমে পালি ও বুদ্ধিস্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাদিকসহ বেশ কয়েকজন ধাক্কাধাক্কি ও গালাগাল করে। একপর্যায়ে আমার হাত ধরে টানাটানি করে।
তিনি বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি হয়েও হলে গিয়ে এমন অসৌজন্য আচরণ ও লাঞ্ছিত হওয়া খুবই দুঃখজনক।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।