লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে সিটি
ই-বার্তা ডেস্ক।। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
অলরেডদের ঘরের মাঠ অ্যানফিল্ডে রবিবার বিরতির আগে গোল করেন ফাবিনিয়ো ও মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধে মানের গোলের পর ব্যবধান কমান বের্নার্দো সিলভা। আসরে ১২ ম্যাচে সিটির এটি তৃতীয় পরাজয়। অন্যদিকে লিভারপুলের ১১তম জয়। বাকি ম্যাচটি ‘ড্র’।
এই জয়ের পর ৩৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে শীর্ষে থাকা লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ২৬। সমান পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয়। এক পয়েন্ট কম নিয়ে সিটি আছে চার নম্বরে।
জয়ের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘সিটির বিপক্ষে জিততে চাইলে বিশেষ কিছু করে দেখাতে হয়, আমরা তাই করেছি। দারুণ একটা ম্যাচ ছিল।’
শেষ ১৫ মিনিটের কথা উল্লেখ করে ক্লপ বলেন, ‘শেষ দিকে ১৫ মিনিট সিটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল। এটি চিন্তার বিষয় ছিল। কিন্তু তখনই ছেলেরা দক্ষতা দেখিয়েছে।’
সব ধরনের প্রতিযোগিতায় এই নিয়ে ক্লপের বিপক্ষে আট ম্যাচ হারলেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু