শনিবার ডাকসু সংসদে নবনির্বাচিতদের শপথ
ই-বার্তা ডেস্ক ।। ডাকসু এবং হল সংসদে নব-নির্বাচিতদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বিশ্বদ্যালয় প্রশাসনের। নির্বাচিত অনেকে বললেন প্রস্তুতির কথা।
নবনির্বাচিত ভিপি নুর বললেন, ভোট বর্জনকারী পাঁচ প্যানেলের সাথে আলোচনা সাপেক্ষেই শপথের সিদ্ধান্ত জানানো হবে।
শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু এবং হল সংসদে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এদিন কেন্দ্রীয় সংসদে এবং হলগুলোতে একযোগে সকাল এগারোটায় নির্বাচিতদের শপথ পড়ানো হবে।
সেই লক্ষ্যে সাজানো হচ্ছে কেন্দ্রীয় সংসদ। তবে নব্বই এর পূর্ববর্তী এবং পরবর্তী শিক্ষার্থীদের হল সংসদের ভিন্ন চিত্র।
পুরাতন হলগুলোতে সংস্কার আর নতুন হলগুলোতে নতুন রুম বরাদ্দের আশ্বাস প্রশাসনের। শপথ প্রস্তুতির কথা জানালেন নির্বাচিতরা। প্রত্যাশার কথা তুলে ধরলেন সাধারণ শিক্ষার্থীরা।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া