শাকিব খানকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ
ই-বার্তা ।। বেশ কয়েক দিন ধরে দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, বুধবার (৬ জুন) ওমরাহ হজ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান।
আরও বলা হচ্ছে, শুটিংয়ের শিডিউল ফাঁসিয়ে তিনি হজে যাচ্ছেন। তবে যাকে নিয়ে এতো আলোচনা সে নিজেই এই বিষয়ে কিছুই জানেন না।
বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, ‘আমি হজ করতে যাব, এমন কথা আমি কাউকে বলিনি। কে বা কারা এমন বিভ্রান্তি ছড়াচ্ছে আমি জানি না। কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে এ বিষয়ে আমি কথা বলিনি।
এদিকে শাকিব খান ওয়াজেদ আলি সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান ছবিটি শুউতিং শেষ করেছেন সোমবার।উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত তিনটি ছবি মুক্তি পাবার কথা রয়েছে।