শাকিব খানের বাড়িতে ‘মাতাল’
ই-বার্তা ডেস্ক ।। শিরোনাম শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা। কেননা শাকিব খান বলে কথা। তার শুটিং বাড়ি ‘জান্নাত’ গাজীপুরের পুবাইলে সেখানেই ‘মাতাল’ ছবির শুটিং করছেন পরিচালক শাহিন সুমন। শুক্রবার (১৩ এপ্রিল)পর্যন্ত টানা শুটিং করার কথা রয়েছে।
পরিচালক শাহিন সুমন বলেন, ‘আমরা গত ৭ তারিখ থেকে টানা শুটিং করছি। এখন কাজ করছি নায়ক শাকিব খানের শুটিং বাড়ি ‘জান্নাত’-এ। এখানে ১৩ তারিখ পর্যন্ত শুটিং করব।’
ছবি শেষ হবে কবে-জানতে চাইলে শাহিন সুমন বলেন, ‘আমরা তো কাজ প্রায় শেষ করেই ফেলেছি। একটা গানের অংশ শুটিং করা বাকি। আশপাশে লোকেশন পছন্দ হচ্ছে না। তা না হলে আগামী ১৫ তারিখ আমাদের সব শুটিং শেষ করে ক্যামেরা ক্লোজ করতাম। এখানে সিক্যুয়েন্সের কাজ শেষ করে চলতি মাসের শেষের দিকে গানের কাজটি শেষ করে ফেলব।’
পরিচালক শাহিন সুমন আরো বলেন, ‘এর আগে এডিটিং শেষ করেছি। আগামী ২০ তারিখ থেকে ডাবিং শুরু করব। আশা করি, আগামী মাসে আমরা ছবিটি সেন্সরের জন্য প্রস্তুত করতে পারব। শুধু তাই নয়, আমাদের চিন্তা রয়েছে, খুব তাড়াতাড়ি ছবিটি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করার।’
আমি সব সময় দর্শকের পছন্দ মাথায় নিয়ে ছবি নির্মাণ করি জানিয়ে শাহিন সুমন বলেন, এ কারণে দর্শক হয়তো আমাকে পছন্দ করেন। আশা করি, এই ছবিও দর্শক পছন্দ করবেন।’
ত্রিভুজ প্রেমের গল্পের ছবিটি প্রযোজনা করছে সনি মুভিজ ইন্টারন্যাশনাল। এর চিত্রনাট্য করেছেন ফেরদৌস হাসান রানা। ছবিটিতে সাইমন-অধরা ছাড়াও আরেক জুটি হিসেবে থাকছেন মডেল-চিত্রনায়ক শিপন ও চিত্রনায়িকা অরিন। এ ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, জয় রাজসহ অনেকে। এর আগে গত বছরের ১৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘মাতাল’ ছবির মহরত অনুষ্ঠিত হয়।
ই-বার্তা/ডেস্ক