শিশুদের সুস্থতায় সুপারম্যান!
ই-বার্তা ডেস্ক ।। সুপারম্যানদের ভক্ত নেই এমন শিশু পাওয়া দুষ্কর। এই অতিমানবদের অকল্পনীয় কা-কারখানা সুস্থ কিংবা অসুস্থতায়ও তাদের চোখের সামনে ভাসতে থাকে।
সম্প্রতি ইউক্রেনের এক হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুরা এমন অভাবনীয় দৃশ্যের মুখোমুখি হয়েছে।
হঠাৎ সব কল্পকাহিনীর অতিমানবেরা দেয়াল বেয়ে তাদের জানালার পাশে এসে দাঁড়ায়! আসলে এই সুপারম্যানরা হচ্ছে, সেখানকার শ্রমিক। শিশুদের অসুস্থতায় কিছুটা স্বস্তি দিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যানসহ সব সুপারম্যানদের ভিন্ন ভিন্ন পোশাক পরেছিল একেকজন শ্রমিক।
মার্বেল কমিক্স বুকের আয়কনিক সব চরিত্রের পোশাক পরে তারাই চমকে দিয়েছে শিশুদের।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া