শীতেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বহু মানুষ
ই-বার্তা ডেস্ক।। তীব্র শীতের মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম চার দিনে সারাদেশে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে সরকারি পরিসংখ্যানে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচানলক ডা. আয়শা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসের ৪ দিনে সারাদেশে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৩৬ জন ও অন্যান্য বিভাগে ৭ জন ভর্তি ছিলেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১৯ জন এবং রাজধানীর বাইরে ২ জন।
গত বছর সারা দেশের কয়েক লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। বেসরকারি হিসাবে মৃত্যু হয় তিন শতাধিক মানুষের।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু