শেষ ৮ নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি বার্সা-চেলসি
ই-বার্তা।। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬র দ্বিতীয় লেগে খেলতে নামছে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে চেলসির বিপক্ষে বার্সা মাঠে নামবে বুধবার দিবাগত রাত পৌনে দুইটায়।
প্রথম লেগ শেষ হয়েছে ১-১ সমতায়। আর এই ম্যাচেই চেলসির বিপক্ষে গোল খরা কাটিয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে সবশেষ দুই ম্যাচেও জিতেছে এরনেস্তো ভালভারদের শিষ্যরা। তাই বার্সাকে নিয়ে বেশ সতর্ক চেলসি কোচ আন্তোনিও কন্তে, ‘প্রথম লেগে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়েই এগিয়ে আছে। আমরা জানি যে ওরা এই ম্যাচ জিততে চাইবে। তবে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের মাথা উঁচিয়েই খেলার ইচ্ছা।’
এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবর পেয়েছে বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে থাকা আন্দ্রেস ইনিয়েস্তা সুস্থ হয়েছেন। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন ঠিকঠাকভাবে।
এমন ম্যাচে প্রতিপক্ষ চেলসি বলেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে চান বার্সা তারকা সের্হিও বুসকেটস, ‘শক্তিশালী দলের বিপক্ষে এই ম্যাচটির চাহিদা থাকবে বেশি। আমরা বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করবো।’
বার্সা কোচ অবশ্য সমীহ করছেন চেলসিকে। এরনেস্তো ভালভারদের মতে দ্বিতীয় লেগে প্রথম লেগের ধারাবাহিকতা ধরে রাখা কষ্টসাধ্য, ‘ওরা এমনই একটি দল যারা পাল্টা আঘাত করতে জানে। ফল অনুযায়ী ওরা অবশ্যই পরিকল্পনা পাল্টাবে। তাই প্রথম লেগের সুবিধা পেলেও এখন এটা ধরে রাখা কষ্টকর।’
পরিসংখ্যান
১. ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবের বিপক্ষে রেকর্ড খুব ভালো বার্সার। জয় ১৯টিতে, ড্র ১১টি আর হার মাত্র ২টিতে।
২. প্রথম লেগে ড্র করা অ্যাওয়ে দলের পরবর্তী রাউন্ডে উঠার রেকর্ড ৬৮ শতাংশ।
৩. চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ১৪বার মুখোমুখি হচ্ছে দুই দল।
৪. শেষ আট লড়াইয়ে অপরাজিত চেলসি। যেখানে জয় ২টিতে আর ড্র ৬টিতে। ন্যু ক্যাম্পে শেষ চার ম্যাচই শেষ হয়েছে সমতায়।