শ্রীদেবীর ছবিতে সোনম ও মাইকেল জ্যাকসন
ই-বার্তা।। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী অভিনয় ও নাচ দিয়ে কয়েক দশক মাতিয়ে রেখেছিলেন। আজকাল আর অভিনয়ে নিয়মিত দেখা যায় না তাকে। মাঝে মধ্যে তার দেখা মিলে নানা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তবে বেশিরভাগ সময়টাতেই তিনি নিভৃতে কাটন নিজের মতো। জানা গেছে, সেই সময়টাতে তিনি ছবি আঁকায় মনযোগ দেন।
শ্রীদেবীর অভিনয়ের পাশাপাশি ছবি আঁকার হাত বেশ চমৎকার। এটি খুব কম লোকেই জানেন। তবে এবার চিত্রশিল্পী শ্রীদেবীর নাম আসতে যাচ্ছে আন্তর্জাতিক পরিমন্ডলে। জানা গেছে, আগামী মাসে দুবাইতে শ্রীদেবীর আঁকা কিছু ছবি নিলামে উঠবে। যার মধ্যে রয়েছে বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোনাম কাপুর ও প্রয়াত কিংবদন্তি গায়ক মাইকেল জ্যাকসনের ছবি। দুটি ছবির মূল্য ধরা হয়েছে ১৮ লাখ।
২০০৭ সালে সোনমের ‘সাওয়ারিয়া’ মুক্তির পর এটি এঁকেছিলেন শ্রীদেবী। শ্রীদেবীর আঁকা সোনামের ছবিটির মূল্য ধরা হয়েছে ১০ লাখ রুপি। এ পুরো অর্থ ব্যয় করা হবে দাতব্য খাতে। দুবাইয়ে সোনম কাপুরের অনেক ভক্ত রয়েছে। একই সঙ্গে শ্রীদেবীর আঁকা প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের একটি ছবিও নিলামে উঠবে। যার মূল্য ৮ লাখ রুপি।
সোনম ও মাইকেল ছাড়াও এই নিলামে থাকবে শ্রীদেবীর আরও কিছু ছবি।