সন্ধ্যায় ৩০ টাকার ইফতার করবে বিএনপি
ই- বার্তা ডেস্ক।। বিএনপি রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ।
আজ রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার অনুষ্ঠিত হবে। এতে মাথাপিছু বরাদ্দ রাখা হয়েছে ৩০ টাকা।
বিএনপি সুত্র থেকে জানা গেছে, দলীয় চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার ইফতারে ৩০ টাকা বরাদ্দ। দলীয় চেয়ারপারসনের ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে নেতাকর্মীদের নিয়ে ৩০ টাকার ইফতার করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
বিএনপি নেতারা ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছে ইতিমধ্যে ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন । ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি জাপান সফরে থাকায় বিএনপির ইফতারে যাচ্ছেন না।
চলতি রমজানে ইতিমধ্যে বিএনপির দুটি ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। প্রথমটি প্রথম রোজায় লেডিস ক্লাবে এতিম ও আলেম-ওলামা মাশায়েখদের সম্মানে অপরটি রাজধানীর অভিজাত হোটেলে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে। ওই দুটি ইফতারে আয়োজনে কমতি ছিল না।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম