‘সর্বকালের সেরা কোহলি’
ই-বার্ত ডেস্ক।। বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নের উত্তরে নিশ্চয় সবার আগে উচ্চারিত হবে বিরাট কোহলির নাম। ভারতের অধিনায়কের জন্য আরও বড় সু-খবর যে তাকে ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ক্লার্ক কোহলিকে সর্বকালের সেরা বললেও ডন ব্রাডম্যানকে খাটো করে দেখেননি। বিরাট কোহলিকে টেস্ট নয় বরং ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা উল্লেখ করে অস্ট্রেলিয়ার সাবেক ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘এখন যতজন ওয়ান ডে ক্রিকেট খেলেছেন, আমার মতে তাদের মধ্যে সর্বকালের সেরা ব্যাটসম্যান হলেন বিরাট। ভারতের হয়ে তার প্রাপ্তির খতিয়ান দেখলে সে বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না।’
ভারতের হয়ে এখন পর্যন্ত ২১৯টি ওয়ানডেতে ১০৩৮৫ রান করেছেন কোহলি। তার ব্যাটিং গড় ৫৯.৬৮। যেখানে ৩৯টি সেঞ্চুরির পাশাপাশি ৪৮টি হাফসেঞ্চুরিও করেছেন। টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড খুব দ্রুতই ভেঙে দেবেন কোহলি। এ বিষয়ে ক্লার্ক বলেন, ‘দেশের জন্য ম্যাচ জয়ের যে আবেগ বিরাটের মধ্যে দেখা যায় তাকে সম্মান করা ছাড়া কোনো উপায় নেই। ও একটু আগ্রাসী বটে, তবে ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। এখনও ও যতটুকু কৃতিত্ব অর্জন করেছে, তাতে ওকে সেরা বলা ছাডা উপায় নেই।’
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু