সর্বচ্চো পারিশ্রমিক পাবেন মাশরাফি,রিয়াদ
ই-বার্তা ডেস্ক।। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুজনের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ টাকা।
জাতীয় দলের ক্রিকেটাররা প্রিমিয়ার লিগে আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। নিউজিল্যান্ড সফরে শেষে দেশে ফেরার পর ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের কোচ স্টিভ রোডস।
জুনেই খেলতে হবে ইংল্যান্ডের অনুষ্ঠিত বিশ্বকাপে। বিশ্বকাপ মাথায় রেখেই প্রিমিয়ার লিগের ড্রাফট থেকে নিজেকে সরিয়ে নেয়ার জন্য আবেদন করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
সোমবার অনুষ্ঠিত হবে ঢাকা লিগের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স বেচা-কেনার আসর শুরুর আগেই নির্ধারণ করে দেয়া হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক। তবে ক্যাটাগরি ঠিক হলেও পারিশ্রমিকে তারতম্য রয়েছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান