সাইফ-কারিনা তৈমুরকে ক্রিকেটার বানাতে যা করছেন
ই-বার্তা ডেস্ক।। দাদু মনসুর আলি খান পতৌদি ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। তিনি মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। জনপ্রিয় ক্রিকেট তারকার নাতিও যে সে পথে হাঁটবে না তা কে বলতে পারে।
সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে এসে কারিনা কাপুর তার ছেলে তৈমুরকে সম্পর্কে বলতে গিয়ে জানান, সাইফ ক্রিকেট শেখানোর চেষ্টা করছে তৈমুরকে। অন্তঃসত্ত্বা হওয়ার পরে কারিনা র্যাম্পে দিব্যি হেঁটেছেন। এমনকি ছেলে তৈমুরের জন্মের কিছু দিনের মধ্যেই আবারও কাজে যোগ দিয়েছেন এবং ফিরে এসেছেন নিজের সেই আসল চেহারায়। ৩৭ বছর বয়সী বলিউড নায়িকা কারিনা অবশ্য এ জন্য তার স্বামী সাইফ আলী খানের ভূমিকা কোনোদিনই অস্বীকার করেননি।
কারিনা বলেন, ‘আমরা একে অপরের কাজ ভাগ করে নিই। যেটা একজন মা পারে তা একজন বাবা করতে সব সময় সক্ষম হয় না। আবার এমন কিছু কাজ রয়েছে যা বাবার দ্বারাই সম্ভব, সেটা মা কোনোদিনই পারেন না।’
কারিনা আরো জানান, তারা দু’জনেই তাদের ব্যস্ততা থেকে সময় বের করেন পুত তৈমুরের জন্য। তৈমুরকে সাইফ এখন থেকেই ক্রিকেট শেখানোর চেষ্টা করছেন।
এই বলিউড অভিনেত্রী বলেন, ‘মায়ের সঙ্গে সময় কাটাতে তৈমুর খুব ভালবাসে। আমি তৈমুরকে আদরে আদরে নষ্ট করে দিচ্ছি। তার বাবা ( সাইফ আলী খান) তাকে ক্রিকেট শেখানোর চেষ্টা করছে।’
‘বিরে দি ওয়েডিং’-এর প্রচারে ব্যস্ত কারিনা জানান, কাজ এবং তৈমুরের সঙ্গে সময় কাটানো দু’টোই ভারসাম্য বজায় রেখে করতে হয়।
তিনি বলেন, ‘সাইফ এবং আমি এ বিষয়ে দু’জনেই খুব সতর্ক থাকি। সাইফ কাজে ব্যস্ত থাকলে আমি তৈমুরকে সময় দিই এবং আমার কাজ থাকলে তৈমুরের কাছে ওর বাবা থাকে। এখন যেমন আমাকেই তৈমুরের কাছে বেশি সময় থাকতে হবে কারণ সাইফ তার পরবর্তী ছবি বাজারের জন্য সাড়ে ৩ মাসের জন্য শুটিংয়ের কাজে বাইরে থাকবে।’
নিজের সন্তান সম্পর্কে পতৗদির ছোট নবাব সাইফ আলী খানের পত্নী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এমনটিই জানান।