সাতক্ষীরায় ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে তিন চাচা
ই-বার্তা ডেস্ক।। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মঙ্গলবার রাতে তিন চাচা মিলে ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছেন। জমি বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম আলফাজ হোসেন গাজী। তিনি উপজেলার দক্ষিণ সোনাবড়িয়া গ্রামের শাহাদাত গাজীর ছেলে।
নিহতের বড় ভাই আলতাফ হোসেন গাজীর বরাত দিয়ে পুলিশ জানায়, অনেক দিন ধরে চাচাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে মঙ্গলবার রাতে চাচা সলেমান গাজী, ইসমাইল, গণি ও চাচতো ভাই নাজমুল বাড়িতে এসে আলফাজকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় আলফাজকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। সদর হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাতে মারা যান আলফাজ।
কলারোয়া থানার ওসি মনীর-উল-গীয়াস বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ আলফাজের দুই চাচিকে আটক করেছে। ঘাতক চাচাদের আটকের চেষ্টা চলছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু