সানি-আরবাজের তেরে ইন্তেজার সুপার ফ্লপ!
ই-বার্তা ডেস্ক।। লিওন হট অভিনেত্রী হিসেবে পরিচিত বলিউডে। সালমান খানের ভাই আরবাজের খানের সঙ্গে ‘তেরে ইন্তেজার’ নামের ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ।সেই ছবি মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর।বলিউডে ছবিটি নিয়ে অনেক মাতামাতি হয়েছে।
দর্শক ছবিটির গান ও ট্রেলারে বেশ আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু ছবিটি মুক্তির পর একেবারেই বদলে গেছে সব চিত্র। চার দিন সব শেষে ছবিটি মাত্র আয় করেছেন ১ কোটি ৭৪ লাখ টাকা। যা সাম্প্রতিক সময়ের ছবির ব্যবসায়ের তুলনায় ফ্লপ ছবির রেকর্ডই বলা যায়।
বড় পর্দায় সানির ‘বোল্ডনেস’র জাদু কাজে এল না। চারদিনের ব্যবসার পরিমাণ প্রথম দিন ০.৪৬ কোটি, দ্বিতীয় দিনে ০.৪৫ কোটি, তৃতীয় দিনে ০.৫৮ কোটি এবং চতুর্থ দিনে ০.২৫ কোটি টাকা।
সিনেমার ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছিল।রাজীব বালিয়া পরিচালিত এই সিনেমায় আরবাজ ও সানি ছাড়াও গৌরব খান ও আর্য বব্বরও রয়েছেন। ‘বার্বি গার্ল’ নামে একটি গান দারুন জনপ্রিয়তা পায়। কিন্তু ‘তেরা ইন্তেজার’ দেখার পর দর্শক ও সমালোচকরা বলেছেন, সম্ভবত এটাই চলতি বছরের সবচেয়ে খারাপ সিনেমা। আর এ কারণেই দর্শক টানতে পারেনি সিনেমাটি।
এই সিনেমার সঙ্গেই মুক্তি পেয়েছিল কপিল শর্মার ‘ফিরঙ্গি’। সেই সিনেমাও চারদিনে ৮.৭৫ কোটি টাকা আয় করেছে।