সালমান জামিন আদেশ পাবে দুপুরে
ই-বার্তা ডেস্ক ।। বলিউড সুপারস্টার সালমান খানকে দুই দশক আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত দুই রাত কারাগারে থাকতে হয়েছে।
এখন তিনি ১০৬ নম্বর কয়েদি হিসেবেই থাকবেন, নাকি জামিনে মুক্তি পারেন, দুপুরের খাবারের পর বিচারক সেই সিদ্ধান্ত দিবেন বলে জানিয়েছে এনডিটিভি।
বিচারক রবীন্দ্র কুমার জোশি দ্বিতীয় দিনের মতো শনিবার সকালে সালমানের হরিণ হত্যা মামলার শুনানি শুরু করেছেন। এবার দুপুরের খাবারের পর তার রায় ঘোষণার কথা রয়েছে।
এরআগে বৃহস্পতিবার ভারতের রাজস্থানে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ওই দিন বিকাল থেকে যোধপুর কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ওয়ার্ডে বন্দি আছেন বলিউড ভাইজান। তার কয়েদি নম্বর ১০৬।
ই-বার্তা/ডেস্ক