সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: প্রার্থী ঘোষণা আ’লীগের
ই-বার্তা ডেস্ক ।। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সালের নির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে ।
এই প্যানেলে অনুসারে সভাপতি প্রার্থী হিসেবে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল নূর দুলালের নাম ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের ঘোষণা দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও আব্দুল মতিন খসরু এমপি।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম