সৌদি থেকে ৫১ দিন পর বাংলাদেশে ফিরল আবিরনের লাশ
ই-বার্তা ডেস্ক।। সৌদি আরবে নির্যাতনে মৃত্যু হওয়া বাংলাদেশি নারী শ্রমিক খুলনার আবিরন বেগমের মরদেহ অবশেষে তিন মাস পর দেশে এসেছে।
গতকাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আবিরনের মৃতদেহ তাঁর পরিবারের সদস্যরা গ্রহণ করেন। আবিরনের পরিবার বলেন, সৌদিতে দুই বছর নানাভাবে নির্যাতিত হন আবিরন। এ বছরের ১৭ জুলাই গৃহকর্তার বাসায় মারা যান তিনি। মৃত্যুর ৫১ দিন পর তাঁর পরিবার মৃত্যুর কথা জানতে পারে। ব্র্যাক মাইগ্রেশন প্রগ্রামের সহযোগিতায় দূতাবাস ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাঁর মরদেহ দেশে ফিরেছে।
আবিরনের পরিবারের বলেন, তাঁর নিয়োগকর্তা আবিরনের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাঁকে মেরে ফেলেছেন। এমনকি দুই বছরে কোনো বেতনও তাঁকে দেওয়া হয়নি। মৃত্যুর পর তাঁদেরও জানানো হয়নি। চলতি বছরের এ পর্যন্ত ১১৯ নারীসহ দেশে ফিরেছে দুই হাজার ৯০০ প্রবাসীর মরদেহ।