স্থগিত করা হয়েছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’
ই-বার্তা ডেস্ক।। ২৬ শে অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। স্পেনের কাতালান প্রদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
কাতালানের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নয় নেতাকে সোমবার আটক করার পর পুরো শহর জুড়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সহিংস প্রতিবাদ শুরু হলে এ সপ্তাহের শুরুতেই নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে লীগ আয়োজকরা এল ক্লাসিকোর তারিখ পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন করে।
ইতোমধ্যেই লা লিগা ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে স্থানান্তর অথবা আগামী ১৮ ডিসেম্বর সম্ভাব্য একটি পরিবর্তিত তারিখের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
উল্লেখ্য, এল ক্ল্যাসিকোর সর্বশেষ লড়াইয়ে গত বছর বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবটির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল মাদ্রিদ। লা লিগায় এ পর্যন্ত দুই দল ১৭৮ ম্যাচে মুখোমুখি হয়েছে। এ লড়াইয়ে উভয় দলের জয় সমান ৭২টি করে। অপর ৩৪টি ম্যাচ ড্র হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু