স্বামীকে হত্যা করে ৯৯৯ এ ফোন দিয়ে আত্মসমর্পণ
ই-বার্তা ডেস্ক ।। মোহাম্মদপুর থানার সাদেক খান রোডের একটি বাড়িতে দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে গৃহিণী বানু বেগমের (৪০) হাতে খুন হয় তার স্বামী শামীম মিয়া (৪৫)। বানু বেগম ময়মনসিংহ জেলার মুক্তাগাসা থানার দেউলী গ্রামের মৃত সামাদ হোসেনের মেয়ে। স্বামীকে ঘুমের ঘরে কুপিয়ে হত্যা করে নিজেই ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
জানা যায়, বানু বেগমের প্রথম স্বামীর মৃত্যুর পরে শামীম মিয়াকে বিয়ে করে। এই মাসের ২রা জুন ২০২৩ ইং তারিখে মোহাম্মদপুর থানার আওয়াতাধীন সাদেক খান রোডের লিটনের বাড়িতে একটি রুম ভাড়া নেয় এই দম্পতি। অপর দিকে মৃত শামীমের গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছা। জানা যায় গ্রামের বাড়িতে মৃত শামীমের প্রথম স্ত্রী এবং ৩ সন্তান রয়েছে।
ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকার পর থেকে নিজেদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ হয়ে আসছে। বানু বেগম রাতে স্বামীকে হত্যার পর নিজে জরুরী সেবায় ফোন দিয়ে পুলিশকে অবহিত করে। বানু বেগম হত্যার বিষয়টি স্বীকার করে আত্মসমর্পণ করে।
ই-বার্তা/ জাকারিয়া