সৎ এবং যোগ্যদের নিয়ে যুবলীগের কমিটি গঠন করা হবেঃ চয়ন
ই-বার্তা ডেস্ক।। যুবলীগের নেতৃত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনা মধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে সংগঠনটির সমালোচিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে। রবিবার বৈঠকে যুবলীগ কংগ্রেস প্রস্তুতির কমিটির আহ্বায়ক করা হয় সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে।
দায়িত্ব পাওয়ার পর তিনি বলেছেন, সব বিতর্কের ঊর্ধ্বে থেকে সৎ ও যোগ্যদের হাতে যুবলীগের নেতৃত্ব তুলে দেওয়াই মূল চ্যালেঞ্জ। কিছু অসাধু লোকের জন্য যুবলীগের ঐতিহ্য ও সুনাম নষ্ট হওয়া মেনে নেওয়া যায় না।
একটি বেসরকারি চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন চয়ন ইসলাম।
কারা যুবলীগের নেতৃত্বে আসতে পারেন, এ ব্যাপারে তিনি বলেন, সততা ও দলের প্রতি নিষ্ঠা আছে যাদের, তারাই এগিয়ে থাকবেন।
আহ্বায়ক চয়ন ইসলাম বলেন, ‘সুন্দর একটি কমিটি যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি সে জন্য সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করাই আমার মূল উদ্দেশ্য।’
চয়ন ইসলাম আরও জানান, যুবকদের নেতৃত্ব দেবে যুবলীগ সুতরাং সকলে সমস্ত ভেদাভেদ ভুলে আগামীতে বঙ্গবন্ধুর আদর্শের সেই সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন সেভাবে এগিয়ে যেতে হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু