হামলার আগে শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছিল ভারত
ই-বার্তা ডেস্ক।। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার দুই ঘণ্টা আগে দেশটির গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছিল ভারত।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কাকে হামলার ব্যাপারে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। এছাড়া প্রথমে ৪ এপ্রিল ও পরে ২০ এপ্রিল শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছিল ভারতের গোয়েন্দা বাহিনী।
গত রবিবারের হামলায় শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক। ইতিমধ্যে মঙ্গলবার হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।
এমনকি সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবিও প্রকাশ করেছে আইএস। আইএসের মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি সেই ছবি প্রকাশ করেছে। এর আগে আজ মঙ্গলবার, আমাক নিউজ অ্যাজেন্সি এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে আইএসের যোদ্ধারা। হামলার পর আইএসের ‘যোদ্ধা’রা এখন উল্লাস করছে।
পরে হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।
জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে আগেই বলা হয়েছে তাদের নাম, আবু ওবায়দা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু আল বাররা, আবু মুহাম্মদ এবং আবু আবদুল্লাহ। তারা সবাই আইএসের পতাকার সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু