১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা
ই-বার্তা ডেস্ক।। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ১৫-১৭ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে দুই পর্বে এ বিশ্বইজতেমা অনুষ্ঠিত হলেও এবার একটাই হবে।
দুই গ্রুপ এক সঙ্গে একই জায়গায় এবারের ইজতেমা করার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
ই-বার্তা/ মাহারুশ হাসান