২০০ টাকা ছাড়িয়েছে পেঁয়াজের কেজি
ই-বার্তা ডেস্ক।। রাজধানীসহ সারাদেশে ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বাজারে এ দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ঢাকার বাইরে অন্যান্য জেলায়ও একই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
বরিশালে পাইকারি বাজার থেকে ১৮০ টাকা দরে কিনে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা বাজার মনিটরিংয়ে নেমেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পেঁয়াজের এমন দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে বরাবরের মতো খোঁড়া যুক্তি দিয়েছেন বিক্রেতারা।
পিরোজপুর অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার জেলা সদর পৌরবাজারের বিভিন্ন দোকানে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। দোকানিদের বক্তব্য যা আজ শুক্রবার ২২০ টাকায় পৌঁছাবে।
বরিশালের মতো কুমিল্লা, পাবনা, নরসিংদী, পিরোজপুরসহ দেশের প্রত্যেক জেলায় ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু