২০ জুলাই মুক্তি পাবে ‘ভাইজান এলো রে’

ডেস্ক রিপোর্ট।। সব বাধা পেরিয়ে ২০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘ভাইজান এলো রে’।বাংলাদেশের প্রেক্ষাগৃহে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

 

গত ১৬ জুন কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। সম্প্রতি এটি বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা দেয়া হলে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২০ জুলাই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে এন ইউ আহমেদ ট্রেডার্স।ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও উৎসবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি দেয়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। যার কারণে গত ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেনি সিনেমা সংশ্লিষ্টরা।ছবিটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জী।

 

প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। শাকিব খান, শ্রাবন্তী ছাড়াও এতে অভিনয় করেছেন মনিরা মিঠু ও দীপা খন্দকার।এ ছাড়াও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি, সুপ্রিয় দত্ত প্রমুখ। গত মার্চে কলকাতায় এই ছবির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিং হয় লন্ডনে।

 

 

ই-বার্তা।।ডেস্ক