অনন্য রেকর্ড গড়লেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো রীতিমতো জ্বলে উঠলেন। মাঠে এক প্রকার জাদু ছড়িয়ে করলেন জোড়া গোল। যার মধ্যে একটি তো চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেরই অন্যতম সেরা গোল। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের রাজা অনেক আগেই বনে গেছেন। এই প্রতিযোগিতায় সম্ভাব্য প্রায় সব রেকর্ডই ইতোমধ্যে নিজের দখলে নিয়েছেন।

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার জাদুকরী পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে তাদের নিজেদের ঘরের মাঠে ৩-০ গোলের বিশার ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। এই দশ ম্যাচে করেছেন ১৪ গোল। পেছনে ফেললেন রুড ভ্যান নিস্তেলরয়কে। ২০০৩ সালে টানা ৯ ম্যাচে ১২ গোল করেছিলেন ডাচ ম্যান নিস্তেলরয়।

পর্তুগিজ তারকা পিএসজির বিপক্ষেই টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছিলেন। তাই ধারবাহিকতা ধরে রেখে রেকর্ডটি নিজের করে নিতে জুভেন্টাসের বিপক্ষেও গোলের দরকার ছিল রোনালদোর। খেলার মাত্র ৩ মিনিটের মাথায় জুভেন্টাসকে চমকে দিয়ে গোল করে বসলেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা রিয়াল মাদ্রিদের প্রাণ ভ্রমরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটে দানি কারভাহালের ক্রস থেকে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে ফের বল জালে পাঠান রোনালদো।

চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে ৬ ম্যাচের প্রত্যেকটিতেই গোল করেছেন তিনি। সব মিলিয়ে করেছেন ৮ গোল। তাছাড়া বর্তমান চ্যাম্পিয়নস লিগ মৌসুমের প্রত্যেক ম্যাচেই গোল করেছেন। যেখানে সবাইকে ছাপিয়ে রোনালদোর গোল সংখ্যা ১৩টি।

উল্লেখ্য, গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার রিয়ালের মাঠে হবে শেষ আটের ফিরতি লেগের ম্যাচ।

ই-বার্তা/এস