অনির্দিষ্টকালের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ই-বার্তা ডেস্ক।। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নোটিশে আরো বলা হয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভুত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উপাচার্যের ক্ষমতা বলে ২৮ মার্চ থেকে বরিশাল বিশ্বাবদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
বিষয়টি জানার পর রাত ২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা আজ থেকে জোর আন্দোলনের ঘোষণা দেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু