‘অন্ধকার থেকে আ’লীগকে আলোতে এনেছে শেখ হাসিনা’
ই-বার্তা ডেস্ক।। জননেতা এস এম কামাল হোসেন বলেছেন, ৭৫ এ আমাদের রাজনীতির আদর্শের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পরে বিভিন্নভাবে রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করা হয়েছিল। বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতির আকাশে যখন ঘন কালো মেঘ,অন্ধকারের চারিদিক নিমজ্জিত তখন মহান আল্লাহর আশীর্বাদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন। এই ছন্নছাড়া, ঝঞ্চা বিক্ষুব্ধ জাতির হাল ধরেন।দেশের প্রতিটি এলাকায় সফর করেন, স্বৈরশাসক জিয়ার শত বাধা বিপত্তিকে অতিক্রম করে পরিবারের সকল সদস্যদের নির্মম মৃত্যু দুঃখ কষ্ট বুকে চেপে পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য অশ্রু শিক্ত নয়নে জনগণের পাশে দাঁড়ান। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার লক্ষ্যে আরামের ঘুম হারাম করে সন্তানকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে, স্বামীকে তার সোগান থেকে বঞ্চিত করে বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত পরিশ্রম করে চলেন।
কামাল হোসেন বলেন, ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় আসে যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। পৃথিবীর কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল দীর্ঘ ২১ বছর সকল বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে এত সংগ্রাম এত রক্ত এত জীবন দিয়ে টিকে থাকেনি একমাত্র আওয়ামী লীগ ছাড়া।
তিনি বলেন, আপনারা যারা তৃণমূল নেতাকর্মী তারাই এই দলের প্রাণ। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধা করেন ভালোবাসে। শত ব্যস্ততার মাঝেও তিনি তৃণমূলের কোন নেতা কর্মীরা গেলে হাসি মুখে কুশল বিনিময় করেন, খবর নেন, সাহায্য করেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তার নিজ ঘরে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্চসেবকলীগের সভাপতি সেক্রেটারিকে বহিষ্কার করেছেন সুতরাং সাবধান! কেউ পার পাবেন না।সবার খবর তার কাছে আছে। আসুন আগামী ২১ সালের মধ্যম আয়ের বাংলাদেশ, ৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি । মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করি তিনি যেন দীর্ঘায়ু লাভ করেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু