অবসর নিচ্ছেন বিএনপি নেতা অসীম!
ই-বার্তা ডেস্ক।। রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুকের এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তার দেয়া স্ট্যাটাসে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি ফেসবুক ওই পোস্টে একটি গোলাপি রঙের ব্যানারে বিস্ময় সূচক চিহ্ন দিয়ে লেখেন, ‘নিড পলিটিক্যাল এলপিআর!’
তার দেওয়া এই ‘অবসর’ স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, ‘পোস্ট ঠিক আছে, বিষয়টা আমি উপলব্ধি করছি। এখনও সিদ্ধান্ত নেইনি। এই উপলব্ধির অনেক কারণ থাকতে পারে। বিশেষ করে লোকাল পলিটিক্সে জড়িয়ে আমার লিগ্যাল প্রফেশন শেষ হয়ে গেছে। এ কারণে আমি চিন্তাভাবনা করছি, তবে এখনও সিদ্ধান্ত নেইনি।’
রাজনৈতিক অবসর শুধু আপনার জন্য, নাকি সবার জন্য প্রয়োজন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জায়গা থেকে, এটা আমার জন্য প্রয়োজন।’
হতাশার কারনে কি এমন সিদ্ধান্ত নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে অসীম বলেন, ‘না, এতে হতাশার কিছু নেই। আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি চিন্তা করছি। আমি কখনও-ই হতাশ হওয়া মানুষ নই।’
তার এমন পোস্টে বিএনপির অনেক নেতাসহ অনেকেই বিরুপ মন্তব্য করেছেন। সালেহ বিপ্লব নামে একজন মন্তব্য করেন, ‘মানে কী? ৫৯ কি হয়ে গেছে?’ জবাবে অসীম লেখেন, ‘এই ধরেন, ঠ্যালায়, ভাল্লাগে ঘোরাঘুরি করতে।’
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু