অভিনেত্রী ডেইজী শাহকে টার্গেট মুম্বাই পুলিশের
ই-বার্তা।। অভিনেত্রী ডেইজী শাহকে টার্গেট করেছে মুম্বাই পুলিশ।নায়িকার একটি ডায়ালগ সাড়া ফেলে দিয়েছে সাইবার দুনিয়ায়৷ অবশ্য গোটাটাই ট্রোলিংয়ের সৌজন্যে৷ ট্রোলিংয়ের এই পন্থায় গা ভাসাচ্ছে নেটিজেন৷
গত ১৫ মে মুক্তি পেয়েছিল ‘রেস থ্রি’ ট্রেলার৷ এরপর থেকে দর্শকদের নানান প্রতিক্রিয়ায় ভরপুর সিনেমহল৷ কারো খারাপ লেগেছে আবার কারো কাছে ভালো৷
ভালোমন্দ মিলিয় সেটি মাত্র ৯ দিনে ৩ কোটি ভিউ হয়েছে। এতেই খবরে শিরোনাম হয়ে ওঠে ‘রেস থ্রি’।
গোটা ট্রেলারের ইউএসপি সালমান খান৷ তবে ‘ভাইজান’র থেকে সিনেপ্রেমীদের নজর ঘোরাতে সফল হয়েছেন ডেইজি শাহ৷
তবে সব থেকে আশ্চর্যের এসবে যোগদান দিয়েছে মুম্বাই পুলিশ৷ ইতিমধ্যে ডেইজি শাহর ডায়ালগটাকে ট্রোল করতে শুরু করছে মুম্বই পুলিশের দলও৷ যদিও বিষয়টা সিরিয়াস৷ সাইবার নিরাপত্তা সম্বন্ধে জনগণকে আরও সচেতন করতেই এই ট্রেন্ডি স্টাইলে সবাইকে বার্তা পাঠাচ্ছে মুম্বাই পুলিশ৷
“Our Business is Our Business. None of Your Business.” ডেইজি শাহের এই ডায়ালগ এখন সোশ্যাল সাইটের হট কেক৷ হাজারও রকমের মিম, ভিডিও তৈরি হয়েছে এই ডায়ালগ নিয়ে৷
তবে মুম্বাই পুলিশের এই ট্রোলিংয়ের তালিকায় নাম লেখানোর কারণ সাইবার নিরাপত্তা ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি৷