অভিবাসী দল মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে
ই-বার্তা ডেস্ক।। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৪ মার্চ) অভিবাসীরা মধ্য আমেরিকা থেকে আগত প্রায় এক হাজার ২০০ সদস্যের একটি অভিবাসী দল মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
অভিবাসীরা যখন গুয়াতেমালার সীমান্তবর্তী শহর তাপাচুলার দক্ষিণাঞ্চলে কারাভান গঠন করতে চেয়েছিলেন, তখন তারা মেক্সিকোতেই ছিলেন। জানিয়েছে, দি ন্যাশনাল মাইগ্রেসন ইনস্টিটিউট।
তাড়া জানিয়েছে, আরও একটি দল উত্তরাঞ্চলের দিকে যাত্রা শুরু করেছিল। তাদের অনুসরণ করেই শনিবার (২২ মার্চ) আরেকটি বৃহত্তর অভিবাসী দলও চিয়াপাসের দক্ষিণাঞ্চলের হুইক্সটলা শহরের উদ্দেশে রওনা দেয়।
ঊল্লেখয়, অভিবাসী দলটিতে হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, এল সালভাদোর এবং কিউবার অধিবাসী রয়েছেন বলে জানিয়েছে মাইগ্রেসন ইনস্টিটিউট।
ই-বার্তা/ মাহারুশ হাসান