অস্কারে যাচ্ছে রণভীর-আলিয়ার ‘গলি বয়’

ই- বার্তা ডেস্ক।।   চলতি বছরেই ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল রণভীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গলি বয়’ সিনেমাটি।

প্রথমবার জুটি বেঁধেই তাক লাগিয়েছিলেন তারা। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভেসেছি ছবিটি। হয়েছে ব্যবসা সফলও।

রণভীর-আলিয়ার ভক্তদের জন্য সুখবর হলো এবার ৯২তম অস্কারে সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে ভারত থেকে যাচ্ছে রণবীর সিং ও আলিয়া ভাটের ছবি ‘গলি বয়’। বিষয়টি নিশ্চিত করেছেন গুনিত মোংগা। গত বছর অস্কার জয়ী ‘পিরিয়ড’ ডকুমেন্টারির অন্যতম প্রযোজক ছিলেন তিনি।

গলি বয় সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার। সিনেমাটি প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে রণভীর সিং-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন কালকি কোয়েচলিন।

মুম্বাই-এর রাস্তা ও বস্তি থেকে উঠে আসা এক ব্যক্তি র‌্যাপ-এর মাধ্যমে কীভাবে একজন জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন, তার জীবনের লড়াই ও স্বপ্নের পিছনে দৌড়ের গল্পই দেখানো হয়েছে গালি বয়-তে।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান।