অস্ট্রেলিয়াকে হারিয়ে সান্তনার জয় পেল আফ্রিকা
ই-বার্তা ডেস্ক।। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩২৬ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ৪৯.৫ ওভারে ৩১৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার শেষ ৫ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫২ রান। ওই সময় ক্রিজে ছিলেন ৬৮ বলে ৮৫ রানে অপরাজিত থাকা অ্যালেক্স ক্যারি। ৪৬তম ওভারে বল করতে এসে মরিস ডেঞ্জারম্যান ক্যারিকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগান। ওই ওভারে মরিস দেন মাত্র তিন রান। পরের ওভারে রাবাদা দেন ৭রান। ক্রিজে তখন উসমান খাজা ও মিচেল স্টার্ক।
৪৮তম ওভারে উসমান খাজা ও মিচেল স্টার্ক চার-ছক্কার ফুলঝুরিতে ১৭ রান আদায় করে নিলে ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে পড়ে। ১২ বলে তখন প্রয়োজন ২৫ রান, হাতে তিন উইকেট। তবে ৪৯তম ওভারে রাবাদা এসে অস্ট্রেলিয়ার স্বপ্ন ধুলিস্যাৎ করতে উসমান ও স্টার্ককে ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেন। ৫০তম ওভারে লায়নের আউটের মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংসের সমাপ্তি ঘটে। এর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের রবিন রাউন্ড পর্বের সমাপ্তি হয়।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতা ব্যাটিংয়ে নেমে ৩২৫ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। দলের চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে ৯৪ বলে সাতটি চার ও দুই ছক্কায় ১০০ রান করেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডু প্লেসিস। এছড়া ৯৭ বলে চারটি চার ও ৪টি ছক্কায় ৯৭ রান করেন ভেন দার ডুসেন। ৫১ বলে ৫২ রান করেন ওপেনার কুইন্টন ডি কক।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু