অস্ট্রেলিয়ায় নাইটক্লাবের বাইরে গুলি, নিহত ১
ই-বার্তা।। অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি জনপ্রিয় নাইটক্লাবের বাইরে গুলির খবর পাওয়া গেছে।
রোববার (১৪ এপ্রিল) ভোরের দিকে লাভ মেশিন নামের এই নাইট ক্লাবে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক নিরাপত্তারক্ষী নিহত ও আরও তিনজন আহত হওয়ার খবর জানা গেছে। খবর বিবিসির
হামলাকারীর অতর্কিত গুলিতে আহতদের একজনের অবস্থা সংকটাপন্ন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, হামলাকারী জনবহুল এলাকার মধ্যে একটি কালো পোরশে গাড়ি থেকে নেমে এ হামলা চালায়। এতে নাইটক্লাবের তিন নিরাপত্তারক্ষী ও একজন পথচারী আহত হন। হাসপাতালে নেওয়ার পর একজন নিরাপত্তারক্ষী মারা যান। বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন এখন শঙ্কামুক্ত।
এ হামলায় এখনও মেলবোর্ন পুলিশ কাউকে আটক করতে পারেনি।
কি কারণে এ হামলা চালানো হয়েছে সে বিষয়েও কিছু জানতে পারেনি তারা। এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা সে ব্যাপারে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত এ হামলা দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠীও।
অস্ট্রেলীয় দৈনিক দ্য এইজ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মোটরসাইকেল সংঘবদ্ধ চক্রের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তা তদন্তকারীরা অনুসন্ধান করে দেখবেন।
ঘটনাটিতে অস্ট্রেলিয়া সরকার বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।