আইটেম গানে খোলামেলা দৃশ্যে পপি
ই-বার্তা।। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গ্ল্যামারার্স নায়িকা সাদিকা পারভীন পপি । স্টাইল,সৌন্দর্য এবং আবেদনময়ী- সবকিছুতেই তাকে পাওয়া যায় একটু ভিন্নতায়। এত কিছু থাকা সত্ত্বেও বড় পর্দায় দীর্ঘদিন অনুপস্থিত তিনি।
কিন্তু কেন? এমন প্রশ্ন চলচ্চিত্রবোদ্ধা থেকে শুরু করে পপিভক্তদের কাছেও বারবার উঠে আসছিল। তবে এবার নিয়মিত কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
শুরু করেছেন নতুন ছবির শুটিং। ছবির নাম ‘সাহসী যোদ্ধা’। সম্প্রতি এফডিসিতে সাদেক সিদ্দিকী পরিচালিত এ ছবির একটি আইটেম গানের মাধ্যমে শুটিং শুরু হয়েছে।
এই আইটেম গানেই পারফর্ম করছেন পপি। আইটেম গানে পারফর্ম প্রসঙ্গে পপি বলেন, ‘শুটিংয়ে ফিরে খুব ভালো লাগছে। অনেকদিন ধরেই এমন শুটিং করা হয় না।
দীর্ঘদিন পরে ফিরে বেশ উপভোগ করছি।’ আইটেম গানের শুটিং শেষ হলেও এপ্রিল পর্যন্ত ছবির শুটিং হবে বলে জানান নির্মাতা।
এফডিসি ছাড়াও সিলেট-কক্সবাজারে এ ছবির শুটিং হবে। ছবিতে পপির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আমিন খান। আরও রয়েছেন ইমন ও নবাগত সানাই।