আইপিএল মাতাবেন বলিউড তারকারা
ই-বার্তা।। ১১তম আইপিএলের পর্দা উঠবে ৭ এপ্রিল। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে আরো বেশি জমকালো করতে উদ্যোগ নিচ্ছে আয়োজকরা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে ২০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন আয়োজকরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতাতে আসছেন রণবীর সিং, পরিণীতি চোপড়া, জ্যাকলিন ফার্নান্ডেজ ও বরুণ ধাওয়ানের মতো বলিউড তারকারা।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ওয়াংখেড় স্টেডিয়ামে বসতে যাচ্ছে তাকরাদের মিলনমেলা। উদ্বোধনী দিনে খেলা থাকায় এদিন পর্দা উঠার মঞ্চে থাকা হচ্ছে না তারকা ক্রিকেটারদের।
উদ্বোধনী অনুষ্ঠানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যাবে।