আইসিইউতে কবি আল মাহমুদ
ই-বার্তা ডেস্ক।। গুরুতর অসুস্থ কবি আল মাহমুদকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার সহকারী আবিদ আজম জানান, ৮২ বছর বয়সী এই কবি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
তিনি বলেন, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যায় ভুগছেন৷ খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন।
আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল মাহমুদ।
১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন ইত্যাদি।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু