আওয়ামী লীগে কোনো অসৎ মানুষের স্থান নেইঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ই-বার্তা।।সোমবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্ত, দুস্থ নারীদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের অর্থ ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন আরও বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

 

মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগে কোনো অসৎ মানুষের স্থান নেই। দুর্নীতিবাজ যেই হোক, আওয়ামী লীগ কাউকে ছাড় দেবে না। দেশব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ফলে দেশের মানুষ আর কেউ না খেয়ে থাকে না। 

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রাশেদুল কবির, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল হান্নান, ওসি রেজাউল হাসান, আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, ফাতেমা খাতুন লতা, অধ্যক্ষ নছিম উদ্দীন, আবদুল কুদ্দুস সরকার, মামুন হোসেন, বাঘা পৌর প্যানেল মেয়র-১ শাহিনুর আলম পিন্টু, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন প্রমুখ। অপরদিকে সকালে আড়ানী ক্ষ্যাপাবাবার আশ্রমসংলগ্ন কেন্দ্রীয় শ্মশানের চুল্লি নির্মাণকাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রভাত কুমার নন্দী। চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার প্রতুলের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, জেলা পরিষদ সদস্য জয়জয়ন্তী সরকার মালতি, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহসভাপতি সাইদুর রহমান, বিরাজ উদ্দীন, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে, সাবেক সভাপতি শান্তি রঞ্জন সরকার, অধ্যাপক রাম গোপাল শাহা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি শিক্ষক কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক আবদুল হাকিম টুটুল, অধ্যক্ষ আশরাফ আলী, অধ্যক্ষ শাহাবাজ আলী প্রমুখ।

 

পরে চকবাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, শিক্ষা কর্মকর্তা আহসান আরা, শিক্ষক সমিতির সভাপতি আঞ্জারুল হক, প্রকৌশলী একেএম মাসুদুর রহমান প্রমুখ। এরপর বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পৃথকভাবে মনিগ্রাম ইউনিয়নের বেড় হাবাসপুর, আটঘরি কাইকিপাড়া-কেশবপুর, জোতকাদিপুর পাকা রাস্তার উদ্বোধন করেন।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট