আগামীকাল থেকে অনশনে যাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা
ই- বার্তা ডেস্ক।। আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) থেকে এমপিও নীতিমালা সংশোধনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাদের পদযাত্রায় পুলিশ বাধা দেয়ায় বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আমাদের পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। এর প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) বাদ জুমা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তার ফুটপাতে আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করব।
তিনি বলেন, এ কর্মসূচি শুরুর আগে আমাদের অবস্থান ধর্মঘট পালিত হবে। ফুটপাতের ওপর বসে আমরা জুমার নামাজ আদায় ও মোনাজাত করব। এরপর শিক্ষক-কর্মচারীরা অমরণ অনশন শুরু করবেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বৈষম্যপূর্ণ এমপিও নীতিমালা সংশোধন, স্তর ভিত্তিক প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত বাতিল ও স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করার দাবিতে গত তিনদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের ফুটপাতে বসে শিক্ষক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বেলা সাড়ে ১১টায় তারা পদযাত্রা শুরু করার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা নীতিমালার অসঙ্গতি ও বৈষম্যসহ সার্বিক সকল বিষয় তুলে ধরবেন বলে জানান। তবে তাদের পদযাত্রায় বাধা দেয়া হলে ফিরে এসে শুক্রবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।