আগামীকাল থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা
ই- বার্তা ডেস্ক।। আগামীকাল শুক্রবার মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। পূজা আনন্দমুখর করতে দেশজুড়ে পূজামণ্ডপ বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এ উৎসব।দুর্গাপূজাকে সামনে রেখে সনাতনী ধর্মাবলম্বীরা কেনাকাটার জন্য ছুটছেন মার্কেটে মার্কেটে। এজন্য রাজধানীসহ দেশের বিভাগীয় ও জেলা শহরে কেনাকেটা বেড়েছে। রাজধানীর শাঁখারিবাজার থেকে অনেকে পূজার উপকরণ ছাড়াও নতুন পোশাক কিনছেন।
রাজধানীসহ দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার, র্যাব ও বিডিআর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে।
ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেশের পূজামণ্ডপে দুর্গাদেবীর বোধন অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এ বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার বন্দনায় পূজা করা হয়। মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সন্ধ্যায় এ বন্দনা অনুষ্ঠিত হয়।
এবার সারাদেশে ৩১ হাজার ৩৯৮ পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে ৪৮৩টি বেশি বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ঢাকা মহানগরীতে এবার পূজামণ্ডপের সংখ্যা ২৩৭, যা গত বছরের চেয়ে তিনটি বেশি।