আগামীকাল থেকে শুরু হবে শান্তর নতুন দায়িত্ব
ই-বার্তা ডেস্ক ।। সব সংস্করণে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল থেকে শুরু হবে তার নতুন দায়িত্ব। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিলেও আগামী এক বছরের জন্য তিনি নিয়মিত অধিনায়ক। ছবি: সংগৃহীত।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রোববার অনুশীলন শুরুর আগেই সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের নতুন অধিনায়ক। প্রথমবার সংবাদ সম্মেলনে এসে শান্ত জানিয়ে গেছেন, তিন ফরম্যাটের তার লক্ষ্যের কথা। শান্তর চাওয়া, টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে দৃশ্যমান উন্নতি।
ওয়ানডেতে বড় ট্রফি পাওয়ার কথা ভাবছেন শান্ত, ‘ওয়ানডেতে মাশা-আল্লাহ ভালো করছি। দল হিসেবে বড় কোনো টুর্নামেন্ট জিতিনি। কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে ট্রফি নিয়ে আসতে পারি ওই প্ল্যান নিয়ে আগাবো।’