আগামীকাল ফের অবস্থান কর্মসূচির ঘোষণা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের
ই- বার্তা ডেস্ক।। আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনঃতফসিল ঘোষনা ও বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটির দাবিতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সদ্য বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীদের একাংশ।
আজ সোমবার (২৪ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলন চলাকালীন সময়ে বিলুপ্ত কমিটির নেতারা এই ঘোষনা দেন।
এই বিষয়ে বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক মুন্না সাংবাদিকদের বলেন, ‘আগামীকালও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করলেও একটি পক্ষ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এজন্য সিন্ডিকেট দায়ী থাকবে, আমরা নই।’
তিনি আরও বলেন, ‘আমাদের বলা হয়েছিলো বিএনপির সিনিয়র নেতারা আমাদের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করবেন। কিন্তু উনারা আমাদের সাথে আলোচনা না করেই তফসিল ঘোষণা করেছেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিলুপ্ত কমিটির ১২ জন নেতাকে বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দল যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমাদের আর কিছু বলার নেই।’
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করারও দাবি জানান বহিষ্কৃত নেতারা।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম