আগামীকাল শুরু হচ্ছে “বিপিএল” এর ষষ্ঠ আসর

ই-বার্তা ডেস্ক ।।   ৭ দলের অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম ফ্রান্চাইজি ভিত্তিক টি-২০ লীগ “বিপিএল” এর ষষ্ঠ আসর। মিরপুর শেরে-ই বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়াম এই তিন ভেন্যূতে এবারের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

উদ্বোধনী ম্যাচে আগামীকাল বেলা ১২: ৩০ মিনিটে মিরপুর “হোম অব ক্রিকেট ” এ মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস।এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) এর উদ্যোগে ২০১২ সালে বাংলাদেশে প্রথম ফ্রান্চাইজি ভিত্তিক টি-২০ লীগ শুরু হয়।২০১২ এবং ২০১৩ সালে বিপিএল নিয়মিত মাঠে গড়ালেও, দ্বিতীয় আসরের ফিক্সিং বিতর্কে ২০১৪ সালে মাঠে গড়ায়নি বিপিএলের তৃতীয় আসর। একবছর বিরতি দিয়ে আবারও ২০১৫ সাল থেকে নিয়মিত হচ্ছে বিপিএল।

 

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর আলাদা গুরুত্ববহন করছে। আসন্ন বিশ্বকাপ দল ঘোষনায় গুরুত্বপূর্ন প্রভাব ফেলতে পারে এবারের আসর।তাছাড়া নব- নির্বাচিত সংসদ সদস্য মাশরাফিরও নির্বাচিত হওয়ার পর তার প্রথম ম্যাচ খেলতে নামবেন।তবে সবকিছু ছাপিয়ে দর্শকদের নজর থাকবে ৫ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও বিপিএল খেলতে নামার অপেক্ষায় থাকা আশরাফুলের দিকে।

 

এবারের আসরে প্রত্যেক দলে ১ জন দেশি আইকন খেলোয়াড়ের পাশাপাশি ৬ জন বাংলাদেশী এবং ৪ জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করবেন। ৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে এবারের এবারের আসরের সমাপ্তি ঘটবে।

 

 

 

ই-বার্তা /মোঃ সালাউদ্দিন সাজু