আগামী সপ্তাহেই কোটি ছাড়াবে করোনা আক্রান্তের সংখ্যা
বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহেই করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই বিষয়ে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস বলেন, আমরা আশঙ্কা করছি আগামী সপ্তাহে করোনা আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে।
এছাড়াও সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে অক্সিজেন ঘাটতির বিষয়টি নিয়েও সতর্ক করে দেন টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস ।
এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বর্তমানে সরবরাহের চেয়ে অক্সিজেনে চাহিদা বেশি। আর এই অক্সিজেনের যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে অনেক দেশ।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ১০ হাজার ১৬১ জন। মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৮২১ জন।