আগামী সোমবার ১৪ দলের আলোচনা সভা
ই- বার্তা ডেস্ক।। আগামী সোমবার (২২ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ১৪ দলের নেতাকর্মীদের যথাসময়ে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম