আগামী ১ আগস্ট থেকে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
ই- বার্তা ডেস্ক।। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন যে, ১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সচিব এ কথা জানান। এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
তিনি বলেন, ‘আগে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকত না। গ্যাস সংকট কেটে যাওয়ায় আমরা সেই নিষেধাজ্ঞাটা উঠিয়ে নিচ্ছি। এখন ১ আগস্ট থেকে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টাই খোলা থাকবে, গ্যাস দিতে কোন বাধা থাকবে না।’
‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আবার যখন সমস্যা দেখা দেবে তখন দেখা যাবে। ইনশাল্লাহ এটা কন্টিনিউ করতে পারব।’
জ্বালানি ও খনিজ সম্পদ সচিব বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে আমাদের গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য, কিছু কিছু ক্ষেত্রে নীতিগত কারণে সংযোগ দিতে অপারগ হব। কিছু কিছু ক্ষেত্রে সংযোগের ক্ষেত্রে অগ্রাধিকার দেব।’
আবু হেনা মো. রহাতুল মুনিম বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে একটি গাইডলাইন আমরা জারি করেছি। আমরা শিল্পকে অগ্রাধিকার দিতে চাই, সার কারখানাকে অগ্রাধিকার দিতে চাই। আবাসিক খাতে সংযোগ আগে থেকেই বন্ধ করে দেয়া আছে, সেই এখনও রাখতে চাই। সিএনজিতেও বন্ধ রাখতে চাই, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টেও আমরা নিরুৎসাহিত করতে চাই।’
‘যেখানে বিকল্প জ্বালানির সংস্থান আছে সেখানে ডলার দিয়ে বৈদেশিক মুদ্রা খরচ করে জ্বালানি এনে সেটা আমরা দিতে চাচ্ছি না। হিসাব-নিকাশ করে দিতে হবে। কারণ এতে যদি জ্বালানির চাহিদা আরও বাড়তে থাকে তখন দেখা যাবে, যার বিকল্প সংস্থান নেই, তার চাহিদা আমরা পূরণ করতে পারছি না। গ্যাসের দামও তখন বেড়ে যাবে।’