আগামী ২২ মে থেকে পাওয়া যাবে নতুন টাকা
ই- বার্তা ডেস্ক।। আগামী ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন টাকা বিনিময় করা হবে।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ থেকে ৩০ মে পর্যন্ত রাজধানীর ৩০টি বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোট তোলার সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম