আজও আন্দোলনে নেমেছে ৭ কলেজের শিক্ষার্থীরা
ই-বার্তা ডেস্ক।। আজ আবারও আন্দোলনে রাজপথে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। আজকের আন্দোলন থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেবে সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, রাজধানীর নীলক্ষেত মোড়ে বুধবার বেলা ১১টার পর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। একই দাবিতে ঢাকা কলেজের সামনে আমরণ অনশন করছেন তিন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি গুলো হচ্ছে- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একটি বর্ষের সব বিভাগের ফল একসঙ্গে প্রকাশ; ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনঃমূল্যায়ন; ৭ কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন; প্রতি মাসে প্রতিটি কলেজে প্রত্যেক বিভাগে দু’দিন করে ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নেয়া এবং সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা।
এর আগে মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চলার সময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু