আজ দেশে ফিরছে টাইগাররা
ই-বার্তা ডেস্ক।। ইউরোপে প্রায় আড়াই মাসের সফর শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। সফরের প্রথমভাগে আয়ারল্যান্ডে প্রথমবার ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনের শুরুটা দুর্দান্ত হলেও প্রত্যাশে পূরণ করতে পারেনি টাইগাররা।
ধারাবাহিকতার অভাবে ব্যাটিংয়ে ভালো করলেও বোলিং, ফিল্ডিংয়ে নাজুক ছিল টাইগারদের পারফরম্যান্স। একা সাকিব আল হাসানই বিশ্বকাপে বাংলাদেশের আশার মশাল বয়ে বেড়িয়েছেন। তাকে প্রাপ্য সমর্থন দিতে পারেননি তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা।
সেমিফাইনালে খেলার স্বপ্ন বাস্তবে ধরা দেয়নি। আগের দুই আসরের মতো এবারের বিশ্বকাপে তিনটি জয়েই শেষ হয়েছে বাংলাদেশের মিশন। তাই অতৃপ্তি নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ দল। বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানা গেছে, আজ বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে টাইগারদের বহন করা এমিরেটসের ফ্লাইট। এর আগে গতকাল লন্ডনের স্থানীয় সময় রাত সোয়া ১০টায় দেশের উদ্দেশ্যে বিমানে চড়ে মাশরাফি বাহিনী।
অনেক স্বপ্নের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উড়ন্ত শুরুটা সেমিফাইনালের স্বপ্নকে আরো জোরালো করেছিল। কিন্তু তারপর নিউজিল্যান্ড, ইংল্যান্ডের কাছে হার, শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে চাপে পড়ে যায় বাংলাদেশ। পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়, অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল মাশরাফির দল। আফগানিস্তানের বিরুদ্ধে জয়টা আবারো সেমির দৌড়ে ফিরিয়েছিল বাংলাদেশকে। যদিও লিগ পর্বের শেষ ভাগে ভারত, পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন শেষ হয়ে যায় টাইগারদের।
এদিকে টুর্নামেন্ট জুড়েই ক্রিকেটাররা লড়েছেন চোটের সঙ্গে। টানা আড়াই মাস ক্রিকেট খেলার ক্লান্তি চোখে পড়েছে সবার মাঝে। শেষদিকে মনোবলও হারিয়ে ফেলেছিলেন ক্রিকেটাররা। তাদের শরীরী ভাষায় যেটি প্রকাশ পেয়েছিল। তবে ব্যতিক্রম ছিলেন শুধু সাকিব। আট ম্যাচে ৬০৬ রান, যেখানে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। বোলিংয়েও নিয়েছেন ১১ উইকেট।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু