আজ দেশে ফিরছেন এরশাদ
ই-বার্তা ডেস্ক।। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ সিঙ্গাপুরে চিকিত্সা শেষে আজ দেশে ফিরবেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার ।
এর আগে গত ২০ জানুয়ারি ঢাকা থেকে সিঙ্গাপুরে গিয়ে সরাসরি সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন এরশাদ। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর শনিবার হোটেলে উঠেছেন তিনি।
এরশাদের সঙ্গে সিঙ্গাপুরে থাকা তার ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার সাংবাদিকদের জানান, এরশাদের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। নিজ থেকে উঠতে-বসতে পারছেন, এমনকি নিজে নিজে হাঁটাচলাও করতে পারছেন। তার শারীরিক দুর্বলতাও অনেকটাই কমেছে।
প্রসঙ্গত, একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও সিঙ্গাপুরে থাকায় নতুন সংসদের প্রথম বৈঠকে যোগ দিতে পারেননি এরশাদ। আজ দেশে ফেরার পর দু’একদিনের মধ্যেই বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি সংসদে যোগ দেবেন বলেও জানা যায়।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু